ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১১ ১৪৩১

এলজিএসপি-৩ প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের সন্তোষ প্রকাশ

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্যের সঙ্গে মিস সেনহুয়া ওয়াং

ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্যের সঙ্গে মিস সেনহুয়া ওয়াং

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে চেয়ারম্যান সাইফুল ইসলামের সততা ও উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

শনিবার (২৬ অক্টোবর) সকালে প্রকল্পগুলো পরিদর্শন করেন বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং এর নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি আশুলিয়ার বিভিন্ন চলমান প্রকল্পসমূহ পরিদর্শন শেষে ধামসোনা ইউনিয়ন পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

আলোচনা শেষে প্রতিনিধি দলটির কাছে ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে গুরুত্ব বিবেচনায় উন্নয়ণ প্রকল্পের অর্থায়ন বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান।

আলোচনা সভায় প্রতিনিধি দলের প্রধান আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং আগামীতে জলবহুল এই এলাকার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এলজিএসপি-৩ এর অর্থায়ন বাড়ানোর আশ্বাস প্রদান করেন।

এলজিএসপি-৩ এর আওতায় চলমান কাজগুলো পরিদর্শন শেষে তার অনুভুতি কি জানতে চাইলে, প্রতিনিধি দলের প্রধান মিস সেনহুয়া ওয়াং সাংবাদিকদের বলেন, এলজিএসপি-৩ এর আওতায় এই ইউনিয়ন পরিষদে কাজগুলো খুব সুন্দরভাবে চলছে। এই ইউনিয়ন তথা চলমান কাজগুলো পরিদর্শন শেষে আমরা আসলেই সন্তুষ্ট।

এনএস/