ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

১৬ তম গ্রেড চায় পরিবার কল্যাণ সহকারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

১৬ তম গ্রেডের  দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি। শনিবার দুপুরে শিশু একাডেমিতে সমাবেশে অংশ নেন দেশের সহস্রাধিক প্রতিনিধি।

পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, দেশে মাতৃমৃত্যু হার রোধ এবং ভ্যাকসিন প্রোগ্রামে সফলতার সাথে কাজ করলেও মূল্যায়ন করা হয় না তাদের। কাজ করতে হয় নানা প্রতিবন্ধিকতা নিয়ে।
 
পেনশন থেকে ২০ ভাগ কেটে নেয়ায় ক্ষোভ জানান পরিবার কল্যাণ সহকারীরা। এ সময়  নিয়োগ বিধি দ্রুত প্রকাশের দাবি জানান সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহাসচিব হেদায়েত হোসেন। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও বিশেষ অতিথি ছিলেন শিরিন আক্তার এমপি। সভায় বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি আমেনা আকতার ও সাধারণ সম্পাদক রাজিয়া খাতুন।

কেআই/আরকে