এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত : ১১:৪১ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিত করার অঙ্গীকার গ্রহণের মধ্যদিয়ে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। ২০১৩ সালের এ দিনে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বিস্তারের লক্ষ্যে গবেষণাভিত্তিক এ বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি ডে’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। র্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি। কর্মসূচির মধ্যে ছিলÑ পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, ইবিইউবি জার্নালের মোড়ক উন্মোচন, চিত্রনাট্য, সঙ্গীতানুষ্ঠান প্রভৃতি।
বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। বিশ্ববিদ্যালয়ের ভবন আলোক-সজ্জায় সজ্জিত করা হয়। সারাদিন শিক্ষার্থীরা মেতে থাকেন আনন্দ-উচ্ছাসে। বর্ণাঢ্য র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বাদ্যের তালে তালে নেচেগেয়ে পুরো শহরকে মাতিয়ে তোলেন ছাত্রছাত্রীরা। তাদের সীমাহীন আনন্দ-উল্লাস মুখরিত করে তোলে চারদিক। বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ড. মো. শামিমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হাফিজ মো. হাসান বাবু। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হাসান। এছাড়াও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুণ্ডু, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সোহেল আল বেরুনি বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান বলেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিভাগে লেখাপড়ার সুযোগ সৃষ্টি এবং এ অঞ্চলের সার্বিক অগ্রগতির লক্ষ্যে ২০১৩ সালের এইদিনে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আগামীতে এই বিশ্ববিদ্যালয় আরও বেশি অবদান রাখবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।
আরকে//