র্যাবের অভিযানে কারেন্ট জালসহ ৩৬ জন আটক
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার
মুন্সিগঞ্জ জেলার লৌহজং পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে কারেন্ট জালসহ ৩৬ জনকে আটক করেছে র্যাব।
রোববার বিকালে ম্যাজিস্ট্রেট, র্যাব ও মৎস অধিদফতর যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় ২ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব মানুষদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। পরে মোবাইলকোর্টের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধাীন গাওপাড়ার এছাক সরদারের ছেলে সুজন সরদার (২৫), ইসমাইল মালের ছেলে মো. দুলাল (২০), মান্নানের ছেলে মো. রুবেল (১৮), শাহীনহাটির দুদু মিয়ার ছেলে দীন ইসলাম (২৪), শিমুলিয়ার আইয়ুব আলীর ছেলে মাহবুব (২০), যশোলদিয়ার দোলাদ্দিন ঢারীর ছেলে সেকেন্দার (৪৮), ঝউটিয়ার মৃত হামেদ দেওয়ানের ছেলে শাহ আলম (২৫), চর ঝফটিয়ার জুলহাস ফকিরের ছেলে হাবিবুর রহমান (২০), সিংহের হাটির মৃত একাব্বর সরদারের ছেলে ফারুক (৩৫), রাধগাঁ গ্রামের আনোয়ারের ছেলে সাদেক (৪০), গাওদিয়ার বাবুলের চেলে জনি (২১), শ্রীনগর থানার কোলাপাড়ার কচি হাওলাদারের ছেলে হাসান (৫০), সিহংপাড়ার মৃত হযরত আলীর ছেলে জাহাঙ্গীর (১৯), হলদিয়ার মান্নান মোল্লার ছেলে রাজিব হোসেন (২০), ছোরাহাবের ছেলে ছাব্বির (২০), আবু তাহেরের ছেলে আব্দুল আজিজ (২৫), শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন নাওজোরা ঢালিকান্দির মৃত চান মিয়া মুন্সির চেলে মুনির মুন্সি (৩০), মৃত সিদ্দিক দেওয়ানের ছেলে আকাশ দেওয়ান (২৭), পালং থানার কাশাবো গ্রামের মৃত রমিজউদ্দিনের ছেলে সিরাজ সরকার (২২), গোসাইহাটের মালেককান্দি গ্রামের মোস্তফা সরকারের ছেলে নাজমুল হোসেন (২৫), জাজিরা থানাধীন আলম মাদবর কান্দির আকবরের ছেলে সাইদুল (২৩), চর মজিদ ঢালীর কান্দির মৃত মতি বেপারীর ছেলে মঙ্গল বেপারী (২০), কাদির মন্ডল কান্দির আব্দুল রশিদ বেপারীর ছেলে ময়নাল (২৩), আলমখার কান্দির আলীল খাঁর ছেলে শাহীন খাঁ (২৫), চান মিয়ার ছেলে লিটন মাদবর (২৬), মন্ডলকান্দির হাশেমের চেলে বাবুল আকন (২৫), আব্দুল মান্নান কান্দির মৃত আবেদ আলীর ছেলে তাজুল ইসলাম (৩০), ঘোষেরহাটের ওহাব দেওয়ান পাড়ারর সুলতানের ছেলে সায়মন (১৯), মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সুনীল বৈদ্যের ছেলে সুমন বৈদ্য (৩৫), শিবচরের মডল কান্দির ছালামের ছেলে রেজাউল (৩২), ভোলা জেলার মনপুরা থানার দাসের হাটের আব্দুল রউফের ছেলে শরীফ (২০), উত্তর ছাগসিয়ার কাশেম মাঝির ছেলে আলামিন (৩৫), রহমানপুরের রফিক মাঝির ছেলে অহিদ (২০), নোয়াখালীর চরফলকন গ্রামের আমান উল্লাহর ছেলে ইসমাইল (৩২), গাইবান্ধার সাদুল্লাপুরের রজরুক রসুলপুরের বাদশা মিয়ার ছেলে রনজু মিয়া (২৫) ও লক্ষীপুরের আলেকজান্ডার থানার সুজন গ্রামের মৃত মোফাজ্জলের মশু (৩২) প্রমুখ।
আই/