ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

গ্রামের অর্ধেক পরিবার এখনও কৃষিনির্ভর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

দ্রুত নগরায়ণের ফলে অনেক লোক কৃষি খাত থেকে অকৃষি খাতে সরে যেতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে কৃষি খানার শতকরা পরিমাণ হ্রাস পাচ্ছে। এতে দেশের প্রতিটি বিভাগেই কমেছে কৃষি খানার পরিমাণ। তবে এখনও দেশের প্রায় অর্ধেক পরিবারই কৃষিনির্ভর।

দেশের ৪৬ দশমিক ৬১ শতাংশ পরিবারই কৃষির ওপর নির্ভরশীল। এর মধ্যে ৫৩ দশমিক ৮২ শতাংশ গ্রামে, আর ১০ দশমিক ৪৬ শতাংশ শহরে বাস করছে। তবে ২০০৮ সালের তুলনায় ২ দশমিক ৯২ ভাগ কমেছে। ১৯৮৩ সালে দেশে পল্লি অঞ্চলে কৃষি খানার শতকরা পরিমাণ ছিল ৭২ দশমিক ১০ শতাংশ যা ১৯৯৬ এবং ২০০৮ সালে ছিল যথাক্রমে ৬৬ দশমিক ১৮ শতাংশ এবং ৫৬ দশমিক ৭৪ শতাংশ। অর্থাত্ ধারাবাহিকভাবে কমেছে কৃষিনির্ভর পরিবারের সংখ্যা। দেশে সবচেয়ে বেশি কৃষিনির্ভর পরিবার বরিশালে।

গতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) প্রকাশিত কৃষিশুমারি ২০১৯-এর প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

১৯৬০ সালে দেশে প্রথম কৃষি শুমারি হয়েছিল। এরপর সবশেষ ২০০৮ সালে হওয়ার পর ৬ষ্ঠ কৃষি শুমারি চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হয়। এর প্রাথমিক ফলাফল গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

এ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক জাফর আহমেদ খান।

একে//