ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

অন্তর্জালে ‘গোয়েন্দা অভিযান’ এর টিজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

প্রকাশিত হলো চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক নির্মিত ওয়েব সিরিজ ‘গোয়েন্দা অভিযান’ এর প্রথম টিজার। গোয়েন্দাগিরি চলচ্চিত্রের পর এই ওয়েব সিরিজ নির্মাণ করলেন তিনি।

মিরাকী পরিবেশিত গোয়েন্দা সিরিজটির প্রযোজক হচ্ছেন মাসুম শেখ। অভিনয় করেছেন এফ এস নাইম, তানিয়া বৃষ্টি, কাজল সুবর্ণ, শিখা খান মৌ, কাজী উজ্জ্বল, অলংকার, শ্রাবন্তী মৌ, কনিকা মুক্তা, শামীম ভিস্তি প্রমুখ। 

গোয়েন্দা সিরিজটিতে উঠতি একজন মডেলের খুনের ঘটনা ও তার তদন্ত দেখানো হয়েছে। খুনের ঘটনাটি তদন্ত করে ডিবি। ডিবি অফিসারদের তদন্ত কার্যক্রম নিয়ে নির্মিত এই গোয়েন্দা সিরিজে রয়েছে উত্তেজনা আর রহস্যের হাতছানি।

সিরিজিটির গল্পে দেখা যায়, ঢাকার একটি গোপন রিক্রেয়েশন সেন্টারে ব্যবসায়ীসহ নানারকম মানুষের ক্লায়েন্ট হিসেবে আনাগোনা বেড়েছে। সেই রিক্রেয়েশন সেন্টারটি  মিডিয়ার ফোকাসে চলে এলো যখন এক মডেল ওইখানে দুর্ভাগ্যজনকভাবে খুন হয়। ডিবি অফিসার সাকের কেসটি তদন্তের দায়িত্ব পায়। অপরাধীর মুখোশ উন্মোচনে বেশ দক্ষতার পরিচয় দেয় সাকের। তাকে সহযোগিতা করে ডিবি সদস্য জুঁই, সাইফসহ অন্যরা।

অভিনেতা এফ এস নাইম বলেন, ‘গোয়েন্দা অভিযানের টিজার প্রকাশিত হয়েছে জেনে বেশ ভালো লাগছে। রহস্য আর টানটান উত্তেজনা থাকায় দারুণ একটি প্রডাকশন এটি বলা যায়। গল্পের বুনন আর নির্মাণশৈলী দর্শকের ভালো লাগবে আশা করি।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘কিছুদিন আগে মুক্তি পেল নাসিম সাহনিক পরিচালিত আর আমার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। এবার একই পরিচালকের পরিচালনায় আসছে আমার অভিনীত ওয়েব সিরিজ ‘গোয়েন্দা অভিযান’। বিষয়টি বেশ উপভোগ করছি। আশা করা যায়, দর্শক গোয়েন্দাগিরি চলচ্চিত্রের মতো গোয়েন্দা অভিযানকেও বেশ ভালোভাবে নিবে।’

অভিনেত্রী কাজল সুবর্ণ বলেন, ‘গোয়েন্দা অভিযান উঠতি মডেলের খুনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি একটি গ্লামার প্রডাকশনও বটে। গল্প আর নির্মাণশৈলী আমার ভালো লেগেছে। আশা করি দর্শকও বেশ ভালোভাবে নিবে ওয়েব সিরিজটি।’   
                     
নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘ছোটবেলা থেকে গোয়েন্দা কাহিনীর প্রতি বিশেষ ঝোঁক ছিল। গোয়েন্দাভিত্তিক বই, নাটক, চলচ্চিত্র এগুলো নিয়ে মেতে থাকতাম। একটা পর্যায়ে উদ্যোগ নিই চলচ্চিত্র নির্মাণের। সেই জায়গা থেকেই নির্মাণ করি গোয়েন্দাগিরি চলচ্চিত্রটি। দর্শকমহলে চলচ্চিত্রটি প্রশংসিত হওয়ায় ভালো লেগেছে। এবার নির্মাণ করলাম গোয়েন্দাভিত্তিক ওয়েব সিরিজ। দর্শকের ভালো লাগা ও সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও গোয়েন্দা সিরিজ এবং গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

জানা গেছে, খুব শিগগিরই একটি ডিজিটাল প্লাটফর্মে ৬ পর্বের এই ওয়েব সিরিজটি প্রকাশিত হবে।


                         
এসি