ঢাকা, বৃহস্পতিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

তাবলীগে বিরোধ অব্যাহত, পরবর্তী ইজতেমাও হবে দু’পর্বে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

টঙ্গীর বিশ্ব ইজতেমা

টঙ্গীর বিশ্ব ইজতেমা

দুই গ্রুপের বিরোধ না মেটায় তাবলিগ জামাতের পরবর্তী বিশ্ব ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ১০, ১১ ও ১২ জানুয়ারি মাওলানা জুবায়েরপন্থীদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি। 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের ওই দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ইজতেমার এ তারিখ চূড়ান্ত করা হয়।

সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু বকর ছিদ্দিক।

তিনি বলেন, আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয় পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীদের এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ওই সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তাবলিগের এক গ্রুপের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, অপর গ্রুপের শুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, ইজতেমা উপলক্ষে তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসতে পারবেন না বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

এনএস/