ব্রেক্সিট ইস্যু
ব্রিটিশ সংসদে আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ হওয়ায় আবারও জটিলতায় পড়ল ব্রেক্সিট। পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রস্তাবটি। আগামী ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন বরিস।
সোমবারই ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবে সম্মতি জানিয়ে পরিকল্পনাটি করেছিলেন জনসন। পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পক্ষে ২৯৯টি ভোট পড়ে আর বিপক্ষে ৭০টি। বেশিরভাগ সাংসদ ভোটদান থেকে বিরত ছিলেন।
৬৫০ ভোটের মধ্যে প্রস্তাবের পক্ষে অন্তত ৪৩৪টি ভোট প্রয়োজন ছিল, কিন্তু রক্ষণশীল দলের সব সদস্য ও লিবারেল ডেমোক্রেট সদস্যদের মধ্যে একজন বাদে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও তা যথেষ্ট হয়নি।
প্রস্তাব বাতিল হওয়ার পর জনসন বলেন, পার্লামেন্ট অকার্যকর হয়ে পড়েছে। তবে আগাম নির্বাচন আয়োজনে উদ্যোগ অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
এর আগে, ব্রেক্সিট কার্যকরের সময়সীমা ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র ২৭ টি দেশ এ সময়সীমায় সম্মত হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
একে//