ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে জখম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান নিশাত (২৯)কে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রতিপক্ষ ছাত্রলীগের ৭ কর্মীর বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে আহত ছাত্রলীগ নেতা নিশাতের ছোটভাই বাদী হয়ে নামধারী উক্ত ৭ হামলাকারীসহ অজ্ঞাত ৫/৬জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। 

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কাঠালিয়া সদরের উপজেলার মোড় নামক স্থানে নিজ দলীয় প্রতিপক্ষরা ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বাদী অভিযোগে উল্লেখ করে, রোববার রাতে সরকারি ডাকবাংলোয় অবস্থানরত কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানের সাথে দেখা করে বাসায় ফেরার পথে পৌছলে পূর্ব থেকে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ওঁত পেতে থাকা নামধারী আসামীরাসহ অজ্ঞাত আরও ৫/৬ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে তার মটরসাইকেলের গতিরোধ করে। 

এসময় তারা প্রকাশ্যে জনসম্মুখে নিশাতকে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার নিশাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অন্যদিকে কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের কয়েক নেতাসহ জানায়, উপজেলার জয়খালী গ্রামে একটি সালিশ বৈঠকের ঘটনায় মতোবিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী তৃতীয় পক্ষের ইন্ধনে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিশাতের উপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। 

তবে নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, সালিশ বৈঠকের ঘটনায় মতবিরোধ ছাড়াও উপজেলা ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তার ও সম্প্রতি সমাপ্ত উপজেলা পরিষদের নির্বাচনে পক্ষ-বিপক্ষ করা নিয়ে পূর্ব বিরোধের সূত্র ধরেও এ সহিংস ঘটনা ঘটে থাকতে পারে। তবে দু'একদিন গেলেই প্রকৃত ঘটনা সম্পর্কে পরিস্কার ধারণা করা যাবে।

এ হামলা ঘটনার কাঠালিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে। তারা শিগগিরই ছাত্রলীগের পক্ষে এ ব্যাপারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।
     
অন্যদিকে ঝালকাঠি জেলা ও রাজাপুর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ আহত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান নিশাতের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন ও তাকে দেখতে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ ঘটনায় আহত নিশাতের পরিবারের পক্ষ থেকে কাঠালিয়া থানায় একটি মালমার প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গেছে।

কেআই/এসি