ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চবির ‘ডি’ ইউনিটের ফলাফল স্থগিত, পুনঃপরীক্ষা ৬ ডিসেম্বর

চবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার | আপডেট: ১০:৫৬ এএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

ন্যাশনাল ক্যারিকুলামের শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রণয়নে ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। এই ক্যারিকুলামের শিক্ষার্থীদের ফের পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ১১টার দিকে ‘ডি’ ইউনিটের ফল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কারিগরি ত্রুটির কারণে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমের প্রশ্ন না ছাপানোয় প্রায় ৩০০ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই এই ইউনিটের পুনঃপরীক্ষা আগামী ৬ ডিসেম্বর নেওয়া হবে।

গত সোমবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা হয়। এ ইউনিটে এক হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ জন পরীক্ষা দেয়। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ৪৬ জন।

একে//