ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘সরকারি কর্মকর্তারা নাগরিকদের প্রাপ্য সেবাটুকু দেবেন’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২ এএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

সরকারি কর্মকর্তারা নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, জেলা পর্যায়ে যতগুলো সরকারি অফিস আছে, সেবা গ্রহীতাদের আপনারা সেবা দেবেন। এটা আমরা আশা করি।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আয়োজনে কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে মডারেটর ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

গণশুনানিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরী ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা এ গণশুনানীতে অংশগ্রহণ করেন।

এদিকে, গণশুনানিতে আদর্শ সদর উপজেলার নাগরিকগণ সরকারি অফিসসমূহে সেবা পেতে হয়রানি এবং ভোগান্তিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসময় দুদক কমিশনার এসব বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

একে//