ঢাবির মহসিন হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৫ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার | আপডেট: ১১:৩৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলের ডাইনিংয়ের ছাদ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হল প্রশাসন।
বুধবার সকালে হলের পরিচ্ছন্ন কর্মীরা ছাদ পরিষ্কার করতে গিয়ে এসব অস্ত্রের খোঁজ পান বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ মো. নিজামুল হক ভূঁইয়া। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০টি রাম দা, ২টি ছোরা ও ২টি লোহার পাইপ রয়েছে।
হল প্রাধ্যক্ষ মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘সকালে হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে হল অফিসকে জানায়। পরে এগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা এসব ফেলে গেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।’
ঘটনাটি খতিয়ে দেখতে হলের দুইজন আবাসিক শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান অধ্যাপক নিজামুল।
এমএস/আরকে