তাড়াশে অস্ত্রসহ ইউপি সদস্য আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালমে অস্ত্রসহ ইউপি সদস্য আবু তাহের সরকারকে (৫৮) আটক করেছে র্যাব। আটক আবু তাহের সরকার ওই এলাকার মৃত নৈমুদ্দিন সরকারের ছেলে।
র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। তখন ২ রাউন্ড লেড বল কার্তুজ, ১টি পাইপগান ও ১টি দেশীয় তৈরী লোহার ছুরিসহ তাকে আটক করা হয়। পরে তাকে তাড়াশ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
একে//