ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৪ ১৪৩১

গবিতে তিনদিনব্যাপী নাট্য কর্মশালা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার

গণ বিশ্ববিদ্যালয় থিয়েটার আয়োজিত তিনদিনব্যাপী কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। থিয়েটারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে ফুটিয়ে তুলার লক্ষ্যে শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মিলনায়তনে কর্মশালা পরিচালনা করা হয়।

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালার  প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্য পরিচালক,অভিনেতা ও আবৃত্তিকার এবং গণমাধ্যম প্রশিক্ষক ভাস্বর বন্দোপাধ্যায়। কর্মশালায় অভিনয়, বাচক অভিনয়,  স্বরচর্চা, ইম্প্রোভাইজেশন,  সারেগামা ইত্যাদি শেখানো হয়েছে। 

প্রশিক্ষক ভাস্বর বন্দোপাধ্যায় বলেন,'ঢাকা থেকে এতো দূরে সুন্দর মনোরম পরিবেশে  প্রশিক্ষক হিসেবে এসে ভালোই লাগছে। শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট আগ্রহ আমি দেখতে পেয়েছি, যা আমাকে মুগ্ধ করেছে।'
  
বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিষয়ক শিক্ষক মো. আলি জিন্নাহ বলেন, 'এই কর্মশালার আয়োজন প্রশংসনীয়। আমি হয়তো সব সময় এই বিশ্ববিদ্যালয়ে থাকবো না কিন্তু আমি চাই ভবিষ্যতেও এই কর্মশালার ধারা অব্যাহত থাকুক। কারণ এই থিয়েটারের মাধ্যমে সুনাম সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। 

গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম শিপন বলেন, 'এই কর্মশালা আমাদের থিয়েটারে নতুন মাত্রা যোগ করবে। আমি এই কর্মশালায় উপস্থিতির জন্য প্রশিক্ষক ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি।'

উল্লেখ্য, আগামী  রোববার ও সোমবার যথারীতি কর্মশালা পরিচালনা করা হবে। 

কেআই/আরকে