ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আফগানিস্তানে বিস্ফোরণে ৯ স্কুলছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

আফগানিস্তানে স্কুলে যাওয়ার পথে বিস্ফোরণে নয় শিশুর মৃত্যু হয়েছে। নিহতেরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। খবর পার্সটুডে’র।

শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে এ ঘটনা ঘটে। তাখার পুলিশের মুখপাত্র খলিল আসির বলেন, এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে। তালেবানের নিয়ন্ত্রণ মুক্ত করতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর তালেবান এলাকাটিতে এ্যান্টি-পার্সোনাল মাইন পুতে রাখে। তালেবানের পুতে রাখা মাইনেই শিশুরা নিহত হয়েছে।

পুলিশের মুখপাত্র দাবি করেছেন, নিহত শিশুদের মধ্যে তালেবান পরিবারের চার শিশুও রয়েছে।

তালেবান এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। সন্ত্রাসী গোষ্ঠী তালেবান এখনও দেশটির অনেক এলাকা নিয়ন্ত্রণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে আলোচনা করলেও তাদের হামলা ও নৃশংসতা কমেনি।

গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রেকর্ড ৪ হাজার ৩১৩ বেসামরিক হতাহত হয়েছেন; এই সংখ্যাটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি বলে জানিয়েছে আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘ মিশন। নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক যুক্তরাষ্ট্র তা চায় না বলেই সেখানে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

একে//