ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নোয়াখালীতে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

নোয়াখালীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ’ এর আয়োজন করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল।

এসময় বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি শাখার সিনিয়র সহকারি কমিশনার সাইদ নাসারুল্লাহ, নোয়াখালী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী রফিক উল্যাহ্, নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা, উন্নয়ন সংগঠক আবদুল আউয়ালসহ অনেকে। 

অনুষ্ঠানে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ধ্বংসাত্মক কাজের ভিডিও উপস্থাপন করা হয়। একই সঙ্গে জঙ্গিবাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থীদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শসহ সব কিছু বিবেচনা করার আহবান জানানো হয়। বক্তারা নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন অংশগ্রহণকারীদের মাঝে। 

কেআই/এসি