‘জাপানি বিনিয়োগ টানতে দরকার করপোরেট সুশাসন’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪০ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১১:৪১ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ টানতে করপোরেট সুশাসন জরুরি। বাংলাদেশকে আরও জাপানি বিনিয়োগ পেতে হলে করপোরেট সুশাসন ও আর্থিক প্রতিবেদন বা ফিন্যান্সিয়াল রিপোর্টিংয়ে উন্নতি করতে হবে।
বিনিয়োগ বাড়াতে করপোরেট আর্থিক প্রতিবেদনের ভূমিকা নিয়ে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ও জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে গত শনিবার রাতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। আইএফসি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
এই সেমিনারে জাপানের বিনিয়োগকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন। একইসঙ্গে সরকারী ও বেসরকারী খাতে বিনিয়োগের বিষয়ে কিছু প্রতিবন্ধকতার কথাও তুলে ধরা হয়।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের করপোরেট কর্মকর্তা লোপা রহমানের উপস্থাপনায় সেমিনারে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) চিফ রিপ্রেজেনটেটিভ ইউজি আন্দো বলেন, ‘এখন বাংলাদেশে ৩০২টি জাপানি কোম্পানি কাজ করছে। আরও জাপানি বিনিয়োগ পেতে বাংলাদেশকে করপোরেট সুশাসন ও ব্যবসার পরিবেশের উন্নতিতে জোর দিতে হবে।’
জাপানি ব্যবসায়ীদের সংগঠন শু কু কাইয়ের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দাস বলেন, ‘তথ্যের ওপর আস্থা রাখা জাপানি ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ।’
অনুষ্ঠানে এক উপস্থাপনায় আইএফসি’র ইন্টারন্যাশনাল করপোরেট গভর্ন্যান্স নেটওয়ার্কের (আইসিজিএন) পর্ষদ সদস্য অ্যানি মলিনেক্স বলেন, ‘বাংলাদেশের ব্যাংক খাতে সমস্যা দূর করতে সুশাসন ও ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক উন্নতি দরকার।’
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশানার স্বপন কুমার বালা বলেন, ‘পরিবেশগত, সামাজিক ও করপোরেট সুশাসনই করপোরেট রিপোর্টিংয়ের ভবিষৎ। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সসেজ কমিশনের ইস্যুকৃত ২০১৮ কোড অনুযায়ী বিষয়গুলো অর্ন্তভূক্ত করা হচ্ছে।’
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সুচক বা ইজ অব ডুয়িং বিজনেস বাংলাদেশ উন্নতি করেছে। কিন্তু লক্ষ্য হলো দুই অংক, অর্থাৎ শীর্ষ ৯৯টি দেশের মধ্যে আসা।’
জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (জেবিসিসিআই) সাধারণ সম্পাদক তারেক রাফি ভুঁইয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনার শেষ করেন।
এমএস/