ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে ভবনধস: আটকে পড়া শিশুকে উদ্ধার অভিযান চলছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চার তলা একটি ভবন ধসে পড়েছে। ভবনের নিচে পড়ে এক শিশু মারা গেছে। একই সঙ্গে ভবনের ভিতরে আটকে পড়া অপর এক শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে দমকল বাহিনী। 

রোববার বিকেলে বাবুরাইল এলাকায় ঐ ভবনটি হঠাৎ ধসে পাশের খালে পড়লে শিশুটি এর ভেতরে আটকে পড়ে বলে ধারণা করা হয়।

ইফতেখার আহমেদ ওয়াজিদ নামে ১২ বছর বয়সী শিশুটি এখনো বেঁচে আছে না কি নেই তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল বাহিনী বলছে, ভবনটির ঠিক কোন জায়গাটিতে শিশুটি রয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি তারা। রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে। 

শিশুটির বাবা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তার ছেলে প্রতিদিন ঐ ভবনে আরবি পড়তে যেত। রোববার বিকেলে পড়া শেষে সে বেরিয়েও আসলেও ভেতরে ফেলে আসা পবিত্র কোরান শরিফ আনতে ভবনটিতে আবার ফিরে যায়।  

এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে। এরপর শিশুটিকে আর পাওয়া যায়নি। ভবন ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। 

জানা যায়, চারতলা ভবনটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ এর আগে শেষ হলেও সম্প্রতি চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল।

এমএস/