এবার বাতিলের শঙ্কায় রাজকোটের দ্বিতীয় ম্যাচ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
রাজকোটে অনুশীলনে ক্রিকেটাররা
শঙ্কা ছিল ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে। দিল্লিতে বায়ুদূষণ এমন মাত্রায় পৌঁছে যায় যে, রীতিমতো ‘বিপজ্জনক’ বলা হচ্ছিল সেই দূষণকে। তবে অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে দূষণ কিছুটা কমে যায়। ফলে ঠিকভাবেই শেষ হয়েছে ম্যাচটি।
যেখানে সাকিব, তামিম ও সাইফুদ্দিনকে ছাড়াই ভারতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ইনিংসের কল্যাণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে সাত উইকেটে হারিয়েছে টাইগাররা।
ম্যাচ শেষে জয়ের নায়ক মুশফিক তো বলেই দিয়েছেন, ‘৭ নভেম্বরের দ্বিতীয় ম্যাচটাও জিততে চাই আমরা।’ তবে প্রশ্ন উঠছে, ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা হচ্ছে তো?
কেননা, প্রতিকূলতার পরও দিল্লির ম্যাচটা সম্পন্ন হলেও এবার যে অপেক্ষা করছে আরেকটি দুঃসংবাদ! প্রথম ম্যাচে তেমন কোন সমস্যা না হলেও এবার বাতিল হয়ে যেতে পারে গুজরাটের রাজকোটে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
আগামী ৭ নভেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজের দ্বিতীয় ম্যাচটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন সৌরাষ্ট্র ও পুরো দক্ষিণ গুজরাটের আবাহাওয়া স্বাভাবিক নাও থাকতে পারে। যার ফলে রোহিত শর্মা বনাম মাহমুদউল্লাহদের দ্বিতীয় দ্বৈরথটি নাও দেখা যেতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মহা’।
যার প্রভাব পড়তে পারে রাজকোট, গুজরাট, সৌরাষ্ট্রে। এ কারণেই ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে শঙ্কা দেখছেন ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।
আইএমডি পরিচালক জয়ন্ত সরকার স্থানীয় সংবাদ মাধ্যম পিটিআইকে বলেন, ‘আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৬ থেকে ৭ নভেম্বর) ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মহা। যা এ মুহূর্তে দিউ থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভারাভাল থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।’
এই আবহাওয়াবিদের মতে, এই সাইক্লোনের প্রভাবে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাত হতে পারে। যদি তেমনটাই হয়, তাহলে ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি।
এদিকে, সাইক্লোন মহা এবং দ্বিতীয় ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, ‘এখন রাজকোটে ম্যাচটির আগে পূর্ব উপকূলে সাইক্লোনের জন্য ৬-৭ নভেম্বর সৌরাষ্ট্র উপকূলের জেলেদের জন্য বিপজ্জনক অ্যালার্ট জারি করা হয়েছে। আশা করছি, সেখানকার বাসিন্দাদের জন্য সেটা বিপজ্জনক হবে না। এই বছরের আবহাওয়া বেশ অনুনমেয়।’
এনএস/