নড়াইলে কাত্যায়নী পূজা জমে উঠেছে
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১২:১৬ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
নড়াইলে আট দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের কাত্যায়নী পূজা জমে উঠেছে। পূজা-অর্চনা, ঢাক-ঢোলের শব্দ আর আনন্দ-বিনোদনের মধ্য দিয়ে চলছে পূজা।
নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় উড়ানী-মাইজপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মণ্ডপ চত্বরে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
মন্দির কমিটির সভাপতি বিশ্বজিত দাস বলেন, ২৫ বছর ধরে উড়ানী-মাইজপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ চত্বরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর শনিবার থেকে পূজা শুরু হয়েছে। শেষ হবে আগামী ৯ তারিখে।
কাত্যায়নী পূজা উপলক্ষে মাইজপাড়াসহ বিভিন্ন স্থানে মেলা বসেছে। সোমবার রাতে উড়ানী-মাইজপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মণ্ডপ চত্বরে আসেন মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) জিল্লুর রহমান, ইউপি মেম্বার নাজমুল হুদা টগর, মন্দিরের সভাপতি বিশ্বজিত দাসসহ বিভিন্ন পেশার মানুষ।
নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুন্ডু জানান, এ বছর জেলায় ৫৮টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
একে//