কুবিতে সাংবাদিকতা বিভাগের আয়োজনে হেমন্ত উৎসব পালিত
কুবি সংবাদদাতা
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে হেমন্ত উৎসব ১৪২৬ পালন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি ছাতিম গাছের নিচে এই উৎসবের আয়োজন করা হয়। বিভাগের প্রধান মো. বেলাল হুসাইন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী জিয়াউল হাসান শামীম ও তামান্না আক্তারের সঞ্চালনায় উৎসবটি উপলক্ষে সন্ধ্যা থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা হেমন্তের উৎসবে মেতে ওঠে।
উৎসবের শুভেচ্ছা বক্তব্যে এর অন্যতম উদ্যোক্তা উক্ত বিভাগের প্রভাষক আলি আহসান বলেন, হেমন্ত বাঙালির আবহমান নবান্নের নতুন ধানের গন্ধ নিয়ে আসে। হেমন্তের প্রকৃতির অন্যতম অনুষঙ্গ ছাতিম ফুল। তাই হেমন্তকে আপন করে নিতে আমাদের এই আয়োজন ছাতিম গাছের তলায়।
অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একে//