জাবিতে হামলার ঘটনায় রাবি শিক্ষকের মৌন প্রতিবাদ
রাবি সংবাদদাতা
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মৌন অবস্থানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ খান। আন্দোলনকারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত জোহা চত্বরে অবস্থান করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাবির শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে অধ্যাপক ফরিদ এ অবস্থান নেন। এসময় তিনি জাবি’র শিক্ষক -শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্ল্যাকার্ড নিয়ে প্রায় দেড় ঘণ্টা জোহা চত্বর অবস্থান করেন।
এদিকে, জাবি শিক্ষার্থীদের ওপর হামলা ও দুর্নীতির অভিযোগে প্রশাসনের পদত্যাগ দাবি জানিয়ে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনের অপসারণের দাবি জানায় এবং শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচারের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই হামলায় আন্দোলনরত আট শিক্ষক, চার সাংবাদিকসহ মোট ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে জাবি ক্যাম্পাস উত্তাল হয়ে উঠে। ওই দিনই বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
একে//