ঢাকায় শুরু হলো গার্মেন্টস খাতের ৪টি আন্তর্জাতিক প্রদর্শনী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো টেক্সটাইল ও গার্মেন্টস খাতের ৪টি আন্তর্জাতিক প্রদর্শনী। বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০১৯) থেকে পঞ্চমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে এশিয়া ও ইউরোপের ১৪টি দেশ অংশ নিচ্ছে। এসব দেশ থেকে বস্ত্র ও পোশাক শিল্প, ডিজিটাল প্রিন্টিং, সাইন ইন্ডাস্ট্রি, পেপার প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের সঙ্গে জড়িত সব ধরণের যন্ত্রপাতি, টেকনোলজি, এক্সেসরিজ উৎপাদনকারী, সরবরাহকারী ও আমদানিকারকরা অংশ নিচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এ প্রদর্শনীর উদ্ভোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেডকার্পেট থ্রিসিক্সটিফাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশীয় ও বিদেশী প্রস্তুতকারক, ডিলার ও সরবরাহ্ কারীরা তাদের কাংক্ষিত ক্রেতা হিসেবে বস্ত্র ও পোশাক খাতের প্রস্তুত কারক, রপ্তানী কারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বি টু বি সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন।
আর তাই বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্প এবং সংশ্লিষ্ট খাতের সাথে জড়িত সকল ব্যবসায়ী, শিল্প মালিক, উদ্যোক্তা, টেকনিক্যাল এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এবং মার্চেন্ডাইজারদের নাগালের মধ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতির নতুনত্ব ও খুঁটিনাটি পৌছে দিতে এই প্রদর্শনী গুলো সন্দেহাতীত ভাবে একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।
মেলাটি আগামী ১০ই নভেম্বর ২০১৯ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সকল দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো: আবদুল কাদের খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট ইনস্টিটিউশন (আইটিইটি) এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমান, ফারুক হাসান, বাংলাদেশের গ্রীসের অনারারি কনসাল জেনারেল এবং ম্যানেজিং ডিরেক্টর, জায়ান্ট গ্রুপ, মোহাম্মদ হাতেম, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারারস ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট, ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ সাইন মেটেরিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম এমরান, বাংলাদেশ ডিজিটাল প্রিন্টারের মালিক সমিতির সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
আরকে//