লেখক নবনীতা দেবসেন আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৭ এএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার
ভারতের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও প্রাবন্ধিক নবনীতা দেবসেন আর নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আজ শুক্রবার তার শেষকৃত্য হবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৮১ বছর বয়সী এই সাহিত্যিক দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। তার মাঝেও নিয়মিত লেখালেখি করে গেছেন তিনি।
নবনীতার জন্ম কলকাতায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে ১৯৬০ সালে তার বিয়ে হয়েছিল। ১৯৭৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা সেন।
২০০০ সালে পদ্মশ্রী পান নবনীতা। ১৯৯৯ সালে আত্মজীবনী মূলক রম্যরচনা ‘নটী নবনীতা’ গ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিলেন তিনি।
এসএ/