ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯ এএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:২০ এএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন এস এম আবু সুফিয়ান চঞ্চল।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে চঞ্চল তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

তিনি জানান, চঞ্চল কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

২০১৬ সালের ২৭ ডিসেম্বর মো. জুয়েল রানাকে সভাপতি এবং এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।  

তবে কি কারণে চঞ্চল পদত্যাগপত্র জমা দিয়েছেন তা জানা যায়নি।

মঙ্গলবার চঞ্চলের পদত্যাদপত্র হাতে পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব। 

তিনি বলেন, আমি পদত্যাগপত্র পড়ে দেখিনি। ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে তা হস্তান্তর করা হয়েছে। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করে থাকতে পারেন। পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হলে প্রেস রিলিজ আকারে তা জানিয়ে দেওয়া হবে।

পদত্যাগের বিষয়ে জানতে আবু সুফিয়ান চঞ্চলকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। 

এদিকে গত আগস্ট মাসে ক্যাম্পাস ছেড়ে নিজ জেলা দিনাজপুর চলে যান চঞ্চল। এরপর থেকে তিনি আর শাখা ছাত্রলীগের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখেননি।