মহানন্দার বুকে নির্মাণ হচ্ছে পর্যটন কেন্দ্র
ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে মহানন্দা নদীর বুকে গড়ে উঠবে বহুল প্রত্যাশিত পর্যটন কেন্দ্র। দরপত্র প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে ভূমি উন্নয়ন ও সীমানা প্রাচীর নির্মাণকাজ। নির্মল বায়ু, দক্ষিণে নদী, পূর্বে সেতু, মনোমুগ্ধকর চর প্রভৃতির মিশেলে পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত হবে এটি। এ পর্যটন কেন্দ্র নির্মাণ সম্পন্ন হলে দেশি বিদেশি পর্যটকে মুখরিত হবে চাঁপাইনবাবগঞ্জ। মহানন্দা নদীর বুকে জ্বলবে রঙ্গিন আলো। আর আলোয় আলোকিত হবে প্রত্যন্ত গ্রাম। এ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধির গতিও ত্বরান্বিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালি ও নিমগাছি মৌজার ৪৪ দশমিক ৫১ একর জমিতে পাঁচতারকা হোটেল, টেনিস মাঠ, যাদুঘর, সুইমিংপুল নির্মাণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এ প্রকল্পটি বাস্তয়ান করবেন বাংলাদেশ পর্যটন কর্পরেশন। এ পর্যটন কেন্দ্রের আওতায় হোটেল কমপে¬ক্স, বিনোদন ভ্রমণ, বাণিজ্যিক পর্যটন ও খেলাধুলাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে। সরকারের এই উদ্যোগকে সাধুুবাদ জানিয়েছে এ অঞ্চলের মানুষ।
জানা গেছে, ২০১৮ সালের ১৭ এপ্রিল এ পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সীমানা পিলার স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের তৎকালীন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এরপর থেকে বেশ কয়েকদফা স্থানটির সম্ভাব্যতা যাচাই করা হয়। এ পর্যটন কেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী তুফানী বেগম। একইসঙ্গে রিটে শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেন। গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের আইনজীবী ফাওজিয়া করিমের জনস্বার্থে দায়ের করা রিটে পর্যটন মন্ত্রণালয় সচিব, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। তবে ৩০ সেপ্টেম্বর এ পর্যটন কেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিট আবেদনটি হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কার্যতালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, পর্যটন মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রথম পর্যায়ে ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহে ভূমি উন্নয়ন ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা যাবে। পর্যটন কেন্দ্রে পাঁচতারা হোটেল, টেনিস মাঠ, জাদুঘর, সুইমিংপুলসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে। পর্যটন কেন্দ্রটি নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধির গতি ত্বরান্বিত হবে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জের সাহেবের ঘাটে নির্মিত ‘শেখ হাসিনা’ সেতু এলাকায় ৪৪ দশমিক ৫১ একর জমির ওপর গড়ে উঠতে যাচ্ছে পর্যটন কেন্দ্র। এ পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ৫ লাখ টাকা প্রতীকী মূল্যের বিনিময়ে জমিটি বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন করপোরেশন এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
আরকে//