ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জবি শিক্ষার্থীদের উপর ব্যবসায়ীদের হামলা, আহত ৪

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার

আহত জবি ছাত্ররা

আহত জবি ছাত্ররা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের উপর ব্যবসায়ীদের হামলার খবর পাওয়া গেছে। ওই হামলায় ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে ফুটপাতে দাঁড়ানোকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ফুটপাতে দাঁড়ানোকে কেন্দ্র করে জবির ১১তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের মশিউর ও ১২তম ব্যাচের একই বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলামের সঙ্গে কয়েকজন ব্যবসায়ীর কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে মশিউর এবং আশরাফুলের হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর পেয়ে ক্যাম্পাসের আশেপাশের ১০/১২ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে লাঠি, রড, দা-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় ব্যবসায়ীদের বেধড়ক পিটুনীতে ১১ ব্যাচের মনোবিজ্ঞান বিভাগের রিফাত, ১৪ ব্যাচের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মুসার মাথা ফেটে যায় এবং ১৩তম ব্যাচের তামিম নামে এক শিক্ষার্থীর হাত ভেংগে যায়। এছাড়া ১২তম ব্যাচের আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়।

হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এ বিষয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মওদুত আহমেদ বলেন, হামলার ঘটনায় আমরা শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিব। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএস/