ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১১ ১৪৩১

‘বুলবুল’র রাতে বুলবুলির আগমন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ১০:৪৫ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার

ঘূর্ণিঝড় বুলবুলের মধ্যে বাগেরহাটের মোংলায় একটি নতুন প্রাণের জন্ম হয়েছে। উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রোববার দিনগত রাত ১টা ১৫ মিনিটে তার জন্ম হয়।

ঝড়ের মধ্যে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘বুলবুলি’। বুলবুলির মা হনুফা বেগম ও বুলবুলি দুজনই সুস্থ রয়েছে বলে স্থানীয় পরিবার কল্যাণ পরিদর্শিকা জানিয়েছেন। 

এদিকে, বুলবুলির জন্মগ্রহণের খবর পেয়ে মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাসেদুল হাসানসহ অন্যরা ঘটনস্থালে যান এবং মা ও মেয়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

এসময় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রাণ বুলবুলি এবং মায়ের সার্বিক সহযোগিতার জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি।
এমএস/