বেরোবিতে গ্রীন ভয়েসের পরিষ্কার-পরিছন্ন কর্মসূচী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০১ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন রাস্তা পরিষ্কার-পরিছন্নের উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন 'গ্রীন ভয়েস'।
রোববার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করে গ্রীন ভয়েসের কর্মীরা।
'গ্রীন ভয়েস' বেরোবি শাখার সহ-সাধারণ সম্পাদক নয়ন দেব নাথ বলেন, 'গ্রীন ভয়েস' ২০০৫ সালে প্রতিষ্ঠা হয়। এটি স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন। পরিবেশকে সুন্দর রাখার জন্য বৃক্ষরোপণ, সচেতনামূলক কাজ, পরিষ্কার-পরিচ্ছন্ন ও নানা ধরণের কাজ করে থাকে। তারই অংশ হিসেবে 'গ্রীন ভয়েস' বেরোবি শাখা ভর্তি পরীক্ষার চারদিন ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন রাস্তা পরিষ্কার করবে।
কেআই/আরকে