কলারোয়া সীমান্তে জালনোটসহ ভারতীয় নাগরিক আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৬ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইব্রাহিম গাজী ছোট (২৯) নামে এক ভারতীয় নাগরিককে ভারতীয় জালনোটসহ আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এসময় তার নিকট থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার সন্ধ্যায় উপজেলার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করে। আটক ইব্রাহিম গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামের মসজিদের পাশে অভিযান চালায়।
এসময় সেখানে একজন ভারতীয় নাগরিককে জালনোট ও ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার সহযোগি কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।
কেআই/আরকে