জয়পুরহাটে বড় ভাইকে গলা কেটে হত্যা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৯ এএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
জয়পুরহাটের ক্ষেতলালে সৎ বড় ভাইকে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই। নিহত ব্যক্তির নাম খাজামুদ্দিন (৭০)। তাকে বাঁচাতে আসলে বাড়ির কাজের লোক মনতাজ (৪১) আহত হন। এ সময় অভিযুক্ত ছোট ভাই সাদ্দাম হোসেন (২৭) কে আটক করেছে পুলিশ।
সোমবার রাত আটটায় উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জমিজমা বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাজামুদ্দিন ওই গ্রামের মৃত জসিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাজামুদ্দিন দাশড়া গ্রামের নিজ বাড়িতে আর তাঁর ছোট সৎ ভাই সাদ্দাম হোসেন পার্শ্ববর্তী মালিপাড়া গ্রামে তাঁর নানি বাড়িতে থাকতেন। সোমবার রাত আটটার দিকে খাজামুদ্দিনের বাড়িতে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটেন সাদ্দাম হোসেন। এ দৃশ্য দেখে ফেলায় খাজামুদ্দিনের বাড়ির কাজের লোক মনতাজকে ওই অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান সাদ্দাম।
ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) সেলিম মালিক বলেন, সাদ্দামকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।