ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্ট লোক নেবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪ এএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৪ এএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-II প্রজেক্ট। এই প্রতিষ্ঠানটি ১টি পদে ৭৭ জনকে নিয়োগ দেবে।  আপনি যদি আগ্রহী হন তবে চাকরির মডেল ফরম পূরণ করে ২৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

পদ: সম্প্রসারণ কর্মকর্তা
পদসংখ্যা: ৭৭
বেতন স্কেল: টাকা ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
আবেদনকারীর যোগ্যতা : ফিসারিজ (অর্নাস) বা এমএসসি-ইন মেরিন সায়েন্স বা এমএসসি প্রাণিবিদ্যায় (ফিশারিজ গ্রুপ) কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে পাস থাকতে হবে। তবে মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সমাপ্ত উন্নয়ন প্রকল্পের অনুরূপ পদে কর্মরত প্রার্থীদেরকে অগ্রাধিকার থাকবে। এদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আগামী ২৬ নভেম্বর ২০১৯ তারিখ অফিস চলাচালীন সময়ের মধ্যে সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে আবেদনপত্র গ্রহণযোগ্য নহে। তাই ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

বিস্তারিত তথ্য মৎস্য অধিদপ্তরের www.fisheries.gov.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

এএইচ/