ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৯ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
চলতি বছর ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে আগামী ১৫ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা মহানগরীর দুই সিটির মশা নিধনে গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে জারি করা রুলের শুনানিতে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
জানা গেছে, ঢাকা জেলা দায়রা জজ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদ মর্যাদার নিচে নয় এমন কর্মকর্তার নেতৃত্বে এই কমিটি গঠন করতে হবে।
এই কমিটির দায়িত্ব হবে, ডেঙ্গুর প্রকোপ কেন বাড়লো, এটি নিয়ন্ত্রণে কোনো ব্যর্থতা ছিল কি না, থাকলে সেটি কার বা কাদের সেটি খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা।
এ বছর ডেঙ্গুর প্রকোপে সরকারি হিসেবে ১১২ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশি।
এআই/