কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো আবু তাহের ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
ভর্তি পরীক্ষার ভাইবা ২৪ ও ২৫ নভেম্বর এবং ভর্তি কার্যক্রম শুরু হবে ২৬ নভেম্বর। ১ জানুয়ারি ২০২০ নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ফলাফল ও বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে পাসের হার ২৪ শতাংশ, ‘বি’ ইউনিটে পাসের হার ১৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার ১১ শতাংশ।
এ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ এবং ব্যবসায় শিক্ষা) অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ৮ ও ৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেআই/এসি