ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে  ১ হাজার ৬৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২ কোটি ৫৪ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল  ৩৯২ কোটি ৫০  লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে  ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- সোনারবাংলা ইন্সুঃ, ন্যাশনাল টিউবস, রেনেটা লিঃ, ওয়াটা কেমিক্যাল, খুলনা পাওয়ার, গ্লোবাল ইন্সুঃ, স্ট্যান্ডার্ড সিরামিকস, সুহৃদ ইন্ডাঃ,  রূপালি লাইফ ইন্সুঃ ও বিএসসিসিএল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা. ১, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, গ্লোবাল ইন্সুঃ, প্রাইম লাইফ ইন্সুঃ, এপেক্স ট্যানারী, সী পার্ল বীচ্ রিসোর্ট, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্ডড ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট  আইসিবি এএমসিএল মি. ফা., আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মি. ফা. ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট  মি. ফা।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- আল-হাজ্বটেক্স, আইটি কন্সালটেন্টস, টুংহাই ইন্ডাঃ, দুলামিয়া কটন, বিডি ওয়েল্ডিং, বিআইএফসি, ইমাম বাটন, স্ট্যান্ডার্ড সিরামিকস, কপারটেক ইন্ডাঃ ও রিজেন্ট টেক্স।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪১৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

আরকে//