ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আয়কর মেলায় প্রথম দিনে উপচেপড়া ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

করসেবা প্রদান ও সচেতনতা বাড়াতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার প্রথমদিনেই রাজধানীর মিন্টো রোডের অফিসার্স ক্লাবে উপচেপড়া ভিড় ছিল করদাতাদের। দেশকে এগিয়ে নিতে কর প্রদানের বিকল্প নেই বলে জানান করদাতারা।

একই ছাদের নিচে সব সুবিধা পাওয়া এবং সহজে রিটার্ন জমাদানের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন করদাতারা।

মেলায় বরাবরের মতো আয়কর বিবরণীর ফরম দাখিল থেকে শুরু করে কর পরিশোধের জন্য বিভিন্ন ব্যাংকের বুথ রয়েছে। রয়েছে ই-টিআইএন নিবন্ধন ও আয়কর বিবরণী গ্রহণ, কর পরিশোধ, আয়কর বিবরণী পূরণে সহায়তা এবং কর শিক্ষা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা।

এছাড়া, মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ায় করদাতাদের জন্য সহজে কর পরিশোধ করার সুযোগ পাচ্ছেন বলেও জানায় এনবিআর।

বিভাগীয় শহরগুলোতে ৭ দিন, জেলা পর্যায়ে ৪ দিন, ৪৮ উপজেলায় ২ দিন মেলা চলবে। এছাড়াও উপজেলা পর্যায়ে ৮টি গ্রোথ সেন্টারে হবে একদিন ভ্রাম্যমাণ মেলা।

একে//