ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

৭ কোটি টাকা আয়কর দিয়েছে অর্থমন্ত্রীর পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মেলার প্রথম দিনেই আয়কর জমা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের সদস‌্যরা। ২০১৮-২০১৯ অর্থবছরে অর্থমন্ত্রীর পরিবার মোট ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৯৫৬ টাকা জমা দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলায় পরিবারের পক্ষে আয়কর বিবরণী জমা দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, মেলায় তিনি ৯১ লাখ ৪৬ হাজার ৮০ টাকা আয়কর দিয়েছেন। অর্থমন্ত্রীর স্ত্রী কাশমিরি কামাল ৭১ লাখ ২৯ হাজার ১৪১ টাকা আয়কর দিয়েছেন। তাদের দুই মেয়ে কাশফি কামাল আয়কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা ও নাফিসা কামাল দিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা।

আয়কর রিটার্নে অর্থমন্ত্রীর পরিবারের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২২১ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৮০৬ টাকা। করযোগ্য সম্পদের পরিমাণ ১৯ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ১৫৪ টাকা।

অর্থমন্ত্রীর ৬৮২ কোটি ২০ লাখ ৫৩৬ টাকার সম্পদ ও তার স্ত্রীর ৫০৯ কোটি ৮৩ লাখ ২ হাজার ৫৭০ টাকার সম্পদের তথ্য জানা গেছে।

বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে আয়কর মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এনবিআরের সদস্য (কর প্রশাসন) কালিপদ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর- স্লোগানে এবার রাজধানীর অফিসার্স ক্লাবে কর মেলা বসেছে। বৃহস্পতিবার শুরু হওয়া আয়কর মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

আরকে/