ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সিরাজগঞ্জে লাইনচ্যুত ৯টি ইঞ্জিন বগির ৬টি উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৩:০৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

উল্লাপাড়ায় ট্রেনের বগি উদ্ধার

উল্লাপাড়ায় ট্রেনের বগি উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সেপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত ৯টি ইঞ্জিন বগির ৬টি বগি উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে এসে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে বগিগুলো সরিয়ে ফেলে। 

রেল কর্মকর্তাদের ধারণা, আগামী ২ ঘন্টার মধ্যে বাকি বগি ও ইঞ্জিনগুলো উদ্ধার হলে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হবে।

এদিকে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও পশ্চিমাঞ্চল রেল বিভাগের ২টি পৃথক তদন্ত কমিটি গঠনের পর শুক্রবার সকালে রেল বিভাগ আরও ২টি তদন্ত কমিটি গঠন করেছে।

গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী কুড়িগ্রাম, লালমনি, রংপুর এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া ষ্টেশনে আসলে নির্ধারিত লেন দিয়ে না গিয়ে অন্য লেনে গেলে যাত্রী নিয়ে ইঞ্জিনসহ একের পর এক ৯টি বগি পড়ে যায়। তখন সামনে থাকা ইঞ্জিনসহ ৪টি বগিতে আগুন ধরলে দৌড়ে প্রাণ বাঁচায় যাত্রীসহ ট্রেনের কর্মচারীরা। 

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রন ও উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় চালকসহ ৫ জন আহত হয়। 

এনএস/