‘সব অপচক্র ভেঙ্গে শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৩:২৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
সব অপচক্র ভেঙ্গে শিগগিরই পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে। এ পরিস্থিতি সাময়িক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
তিনি আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পেঁয়াজ বাজারের অস্বাভাবিকতা খতিয়ে দেখছে সশ্লিষ্ট কর্তৃপক্ষ।’
এ ছাড়া, বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘সক্ষমতা থাকলে তারা রাজপথে আন্দোলন করুক।’
দলের জাতীয় সম্মেলন, মুজিববর্ষ ও রাজনীতিসহ সমসাময়িক বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। অপচক্র ভেঙ্গে শিগগিরই দাম কমতে শুরু করবে।’
রাজপথে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবেন বিএনপির নেতারা। তাদের এই ঘোষণা বাস্তবে রূপ দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সরকারকে সহযোগিতা করছেন সজীব ওয়াজেদ জয়। তবে এখনো পর্যন্ত রাজনীতিতে আসার বিষয়ে তিনি আগ্রহ দেখাচ্ছেন না।
এদিকে, উপজেলা পর্যায়ে দলের কাউন্সিলে সংসদ সদস্যদের সভাপতি-সাধারণ সম্পাদক পদে না আসার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
এসএ/