ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। গতকাল ঢাকায় সন্ধ্যার দিকে বাতাসের আদ্রতা ছিল ৬৬ শতাংশ। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে।

গতকাল দেশের কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। এদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে সীতাকুন্ডে ৩৩ দশমিক ২ এবং সর্বোনিম্ন তেঁতুলিয়ায় ১৭ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।  
এমএস/