দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
সন্দ্বীপের সাবেক সাংসদ প্রয়াত মুস্তাফিজুর রহমান স্মরণে 'দ্বীপবন্ধু স্মৃতি বৃত্তি পরীক্ষা' অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ নভেম্বর দ্বীপবন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এ বৃত্তি পরীক্ষায় পৃষ্ঠপোষকতা করেন মরহুমের সুযোগ্য পুত্র মাহফুজুর রহমান মিতা এমপি।
গাছুয়া একে একাডেমী, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় ও মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় এই তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় চতুর্থ,সপ্তম ও নবম শ্রেণির ১,৮৯৭ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন ।
পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক ও দ্বীপবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম বলেন, ২০১৪ সাল থেকে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত ষষ্ঠবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোন রকম পরীক্ষা ফি নেওয়া হয় না বলে জানালেন ।
পরীক্ষা পরিচালনা পরিষদের সচিব রতন মানিক বসু জানান, মোট ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও শিক্ষক মন্ডলীদের সহায়তায় এই পরীক্ষা সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কেআই/আরকে