ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাজস্থলীতে জেএসএসের দুই পক্ষের গোলাগুলি, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর দুই গ্রুপের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার পর উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ জানান, উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতে ঘটনাস্থল থেকে পেছনে হাত বাঁধা ও মাথার চারপাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা সবাই জেএসএসের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ওসি।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ধারণা করা হচ্ছে জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

একে//