ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

‘বশির আহমেদ’ সম্মাননা পেলেন ছয় গুণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ এএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

প্রখ্যাত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বশির আহমেদের ৮০তম জন্মবার্ষিকী ছিল সোমবার, ১৮ নভেম্বর। এ দিনটি স্মরণীয় করে রাখতে ছয় গুণীকে প্রদান করা হয়েছে ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমবার ‘বশির আহমেদ সম্মাননা’ পাওয়া গুণীরা হলেন বরেণ্য কণ্ঠশিল্পী হিসেবে ফেরদৌসী রহমান, সংগীত পরিচালক শেখ সাদী খান, গীতিকবি শহীদুল্লাহ্‌ ফরায়জী, যন্ত্রসংগীতশিল্পী চন্দন দাস, সাংবাদিক ও কবি নাসির আহমেদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা কামাল সৈয়দ। সম্মাননা প্রদানের পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

এদিন সংগীতজ্ঞ আজাদ রহমানের সভাপতিত্বে বশির আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। তাদের পাশাপাশি এতে অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অনেকে।

এসএ/