ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

পাবনায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

পাবনা শহরের শালগাড়িয়ার একটি পুকুর থেকে শরিয়ত উল্লাহ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি শহরের সানন্দা জুয়েলার্সের কর্মচারী ছিলেন। তার বাড়ি পৌর সদরের রাধানগর মহল্লায়।

পুলিশ জানায়, সোমবার রাতে পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার ঝাঝড়া পুকুরে এক ব্যক্তি পানিতে পড়ে গেছে এমন তথ্য পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সকালে ডুবুরি দিয়ে পুকুর থেকে শরিয়ত উল্লাহ’র মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

একে//