শার্শার পল্লীতে যুবকের লাশ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামের আমবাগান থেকে মঙ্গলবার দুপুরে ইব্রাহিম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার বড়বাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন সামটা গ্রামের আনিছ উদ্দীনের আমবাগানে ইব্রাহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে মঙ্গলবার দুপুরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ইব্রাহিম সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে কে বা কারা হত্যা করে লাশ আমবাগানে ফেলে রেখে গেছে। হত্যার রহস্য এখনো জানা যায়নি।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। নিহতের পিতা বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে তিনি জানান।
কেআই/এসি