চুয়াডাঙ্গায় নবান্ন উৎসব উদযাপিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুরে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বেগমপুর ইউনিয়নের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করে। উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধান কাটা, ধান মাড়াই, ধান ভাঙা, পিঠা-পুলি তৈরি, ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষ এই উৎসব উপভোগ করেন।
এতে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম, সিভিল সার্জন এএসএম মারুফ হাসান, ৬ বিজিবি পরিচালক খালেকুজ্জামান ও ৫৮ বিজিবি পরিচালক কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলী আজগার বলেন, ‘বাংলার্ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসনীয়। এর মধ্যে দিয়ে বর্তমান সময়ের ছেলে মেয়েরা ঐতিহ্য বিষয়ে জানতে পেরেছে।
কেআই/এসি