বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘সেশনজট মুক্ত বিভাগ’ ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩১ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘সেশনজট মুক্ত বিভাগ’ হিসেবে ঘোষণা দিয়েছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. এমদাদুল হক, সহকারী অধ্যাপক শাকিবুল ইসলাম, প্রভাষক সানজিদ ইসলাম, মেহনাজ আব্বাসি বাঁধন প্রমূখ।
উপাচার্য আরো বলেন, একে একে পর্যাক্রমে সকল বিভাগকে সেশনজট মুক্ত বিভাগ হিসেবে ঘোষণা হবে। ঘোষিত বিভগগুলোতে প্রতি বছর জানুয়ারীর এক তারিখ থেকেই প্রতিটি বর্ষের (১ম-৪র্থ) ১ম সেমিস্টারের ক্লাশ শুরু হবে। যদি কেউ এ নিয়ম ভঙ্গের চেষ্টা করলে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. এমদাদুল হক বলেন, এ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের যৌথ প্রচেষ্টার ফলে সেশনজট মুক্ত করা সম্ভব হয়েছে। নির্দিষ্ট প্লান অনুযায়ী আগামী বছর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্লাশ-পরীক্ষা শেষ হবে এবং নির্দিষ্ট তারিখেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে এ বিভাগে আর সেশনজটের কালো ছায়া স্পর্শ করবে না।
কেআই/এসি