ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার’ পেয়েছেন পাঁচ লেখক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮ এএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তের ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯’ পেয়েছেন পাঁচ লেখক। মোট পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন কবিতায় সাজিদ মোহন, গল্পে প্রিন্স আশরাফ, উপন্যাসে এমরান কবির, প্রবন্ধে জাহাঙ্গীর আলম জাহান, শিশুসাহিত্যে জনি হোসেন কাব্য।

অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজন বলেন, মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষ্যেই এই আয়োজন। পাঁচটি বিভাগে প্রায় ১ হাজার ২০০টি পাণ্ডুলিপি জমা পড়ে। দেশের খ্যাতিমান সাহিত্যিকেরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বে ছিলেন। কয়েক ধাপে বাছাই শেষে পাঁচটি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়। পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিগুলো বই আকারে ২০২০ সালের বইমেলায় প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অক্ষরবৃত্ত ‘পাণ্ডুলিপি পুরস্কার’-এর আয়োজন করে আসছে। ওই বছরও পাঁচটি ক্যাটাগরিতে পাণ্ডুলিপি পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিগুলো ২০১৯ সালের বইমেলায় বই আকারে প্রকাশ করা হয়েছিল।

কেআই/