রূপ রহস্য ফাঁস করলেন ম্যাডোনা (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
গায়িকা, অভিনেত্রী ম্যাডোনা। ‘কুইন অব পপ’খ্যাত এই তারকার বয়স এখন ৬১ বছর। তবে এ বয়সেও তিনি কোটি কোটি পুরুষের হৃদয়ের তারকা। প্রায় চার দশক ধরে বিশ্বসংগীতে রাজত্ব করছেন তিনি। এই বয়সেও কীভাবে নিজের রূপ ধরে রেখেছেন সেই রহস্য এবার ফাঁস করলেন গায়িকা।
শুনতে বিদঘুটে হলেও তিনি এক আজব সূত্র অবলম্বন করেন সুস্বাস্থ্য ও রূপ ধরে রাখার জন্য। এই পপ তারকা নাকি নিজের প্রস্রাব পান করেন।
সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ম্যাডোনা। যেখানে দেখা যাচ্ছে, তিনি আইস ছড়ানো একটা বাথটাবে বসে আছেন। সেই সঙ্গে গোসল শেষে নিজের প্রস্রাব পান করছেন।
ওই ভিডিওর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন ‘রাত ৩টার সময় আইস বাথ নিচ্ছি। শরীরে কোথাও আঘাত লাগলে এই থেপাপি সবচেয়ে উত্তম।’
ম্যাডোনা আরও বলেন, ‘আইস বাথের পর প্রস্রাব পান করা খুবই উপকারি।’
উল্লেখ্য, স্টেজে গান গাওয়ার সময় ম্যাডোনা নানা রকমের অঙ্গভঙ্গি করেন। গান দিয়ে তিনি যেমন জনপ্রিয়, তেমন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিতও হন। এবার প্রকাশ্যে প্রস্রাব পান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই গায়িকা।
এসএ/