বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ’র মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৩ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ক্যাপশন: জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বদানকালে বক্তব্য রাখছেন প্রায়ত বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ-সংগৃহীত
আজ ২১ নভেম্বর প্রায়ত বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা নুর আহমদের ২৭ তম মৃত্যুবার্ষিকী। জাতির এ শ্রেষ্ঠ সন্তান ১৯৯১ সালের আজকের এ দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
৭১’র স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন নুর আহমদ। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ট সহচর ছিলেন নুর আহমদ। ১৯৭৩ সালে রাষ্ট্রিয় সফরে সোভিয়েত ইউনিয়ন যান তিনি।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ট্যোবাকো কোম্পানীতে চাকুরী করেন এবং সিবিএ’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পর্যায়ক্রমে তিনি তৎকালীন শ্রমমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর স্নেহধন্য হয়ে উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সহ-সভাপতি, আন্তঃজেলা বাস মালিক সমিতির পরিচালক, চট্টগ্রাম ক্লাবের সদস্য নির্বাচিত হন।
কীর্তিমান এ ব্যক্তিত্ব ১৯৩৬ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর তুলাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত নজির আহমদ।
এমএস/এসি